
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বছরে দু'বার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বোর্ডের তরফ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয়, ২০২৬ সাল থেকে বছরে দু'বার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা নেওয়া হতে পারে। খসড়া ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে। অংশীদাররা ৯ মার্চের মধ্যে তাদের মতামত জমা দিতে পারবেন। এরপরেই নীতি চূড়ান্ত করা হবে।
সিবিএসই-এর নির্দেশিকায় বলা হয়েছে, ''উভয় সংস্করণের জন্য একই কেন্দ্র বরাদ্দ করা হবে। পাশাপাশি পরীক্ষার ফিও বাড়ানো হবে। নতুন প্রস্তাবের বলা হয়েছে, শিক্ষার্থীরা চাইলে উভয় পরীক্ষাতেই অংশগ্রহণ করতে পারবে। উভয় পরীক্ষাই পূর্ণাঙ্গ সিলেবাসের উপর ভিত্তি করে হবে। প্রথম ধাপের পরীক্ষা প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা একই বছরের মে মাসে অনুষ্ঠিত হবে।'' নির্দেশিকায় আরও বলা হয়েছে, ''দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা অব্যাহত থাকবে। কোচিং ক্লাসের প্রয়োজনীয়তা দূর করার জন্য বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা সংস্কার করা হবে। বর্তমান মূল্যায়ন ব্যবস্থার ক্ষতিকারক প্রভাবগুলি কমানোর জন্য বোর্ড পরীক্ষাগুলিকে পুনরায় নকশা করা হবে। শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত আগ্রহের উপর নির্ভর করে বোর্ড পরীক্ষা দেওয়ার অনেক বিষয় বেছে নিতে সক্ষম হবে।"
নতুন জাতীয় শিক্ষা নীতি (এনইপি) সুপারিশ করেছে, বোর্ড পরীক্ষার ঝুঁকি কমানোর জন্য সমস্ত শিক্ষার্থীকে যে কোনও শিক্ষাবর্ষে সর্বোচ্চ দু'বার পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, এই ব্যবস্থার অধীনে কোনও অতিরিক্ত পরীক্ষা নেওয়া হবে না। যদি শিক্ষার্থীরা চায় নিজেদের নম্বর আরও ভাল করতে তাহলে তারা চাইলেই পরীক্ষায় বসতে পারবে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের তালিকা পূর্ববর্তী বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত করা হবে। অর্থাৎ, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের পরীক্ষার তালিকা ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরের নাম নথিভুক্ত না করলে কোনও নতুন পরীক্ষার্থীকে ২০২৬ সালের মে মাসের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করা অনুমতি দেওয়া হবে না।
মে মাসের পরীক্ষার পরেই চূড়ান্ত পাসের সার্টিফিকেট এবং মার্কশিট জারি করা হবে। সেখানে উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং প্রতিটি বিষয়ের যে পরীক্ষার নম্বর ভাল সেটিরই উল্লেখ করা থাকবে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও